সব পিচ এমন হলে আমার ভালো করার আশা শেষ!

লর্ডসে দেখা হবে…

এজবাস্টন টেস্টে বল হাতে আলো ছড়াতে পারেননি জেমস অ্যান্ডারসন। উইকেট থেকে পেসাররা সুবিধা না পাওয়ায় এমন নিজের স্কিল কাজে লাগাতে পারেননি বলে জানান ডানহাতি এই পেসার। অ্যাশেজের বাকি ম্যাচগুলোর উইকেটও যদি এমন হয় তাহলে নিজের ভালো করার আশা দেখছেন না অ্যান্ডারসন।

অ্যাশেজ শুরুর আগে কিউরেটরদের কাছে ব্যাটিং সহায়ক ও গতিময় উইকেট চেয়েছিলেন বেন স্টোকস। এজবাস্টনে ব্যাটারদের সুবিধা থাকলেও বোলারদের জন্য একেবারে কিছুই ছিল না। বিশেষ করে পেসাররা ইংল্যান্ডের চেনা কন্ডিশনের দেখা পাননি।

তাতে করে কেউই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। অ্যান্ডারসন মাত্র একটি উইকেট পেলেও স্টুয়ার্ট ব্রড তুলনামূলকভাবে ভালো করেছেন। টেলিগ্রাফে লেখা নিজের কলামে অ্যান্ডারসন জানিয়েছেন, উইকেটে নিজের স্কিল ব্যবহার করেও সাফল্য পাননি তিনি। বরং তার কাছে মনে হয়েছে অসাধ্য লড়াই করছেন তিনি।বাকি

টেস্টের উইকেটগুলো এজবাস্টনের মতো হলে অ্যাশেজে ভালো করার আশা দেখছেন না অ্যান্ডারসন। তিনি বলেন, ‘এটা লম্বা সিরিজ। আশা করি, কিছু পর্যায়ে আমি অবদান রাখতে পারব। তবে সব ম্যাচের পিচ যদি এ রকমই হয়, তাহলে অ্যাশেজ সিরিজে আমার ভালো করার আশা এখানেই শেষ।’

ইংল্যান্ডের কন্ডিশনে বরাবরই দুর্দান্ত বোলিং করেন অ্যান্ডারসন। বয়স ৪১ ছুঁইছুঁই হলেও সবশেষ ১২ মাসে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এজবাস্টনে মাত্র ১ উইকেট পাওয়ায় বেশ হতাশ ডানহাতি এই পেসার।

২৮ জুন লর্ডসে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সেখানে দারুণ পারফর্ম করে পুষিয়ে দিতে চান তিনি। অ্যান্ডারসন বলেন, ‘জানি, এ সপ্তাহে আমি সেরা মানের ক্রিকেট খেলতে পারিনি। আমাকে আরও ভালো করতে হবে, দলে অবদান রাখতে হবে। লর্ডসে আমি পুষিয়ে দিতে চাই।’

খেলার প্রতি দেশের জনগনের যে আবেগ ও ভালোবাসা রয়েছে সেই আবেগ এবং ভালোবাসাকে পুজি সত্য সংবাদ প্রচার করার লক্ষে “Always On and Active” স্লোগানে ১৯ জুন ২০২৩ যাত্রা শুরু করে আপনাদের প্রিয় ”স্পোর্টস স্টোর্ম”।আমাদের লক্ষ্যই হলো সব সময় সত্য সংবাদটাকে সুন্দর ভাবে উপাস্থাপনা করা।এজন্য আপনাদের সহযোগিতা কাম্য।

  • পিএসজি তারকা আশরাফ হাকিমিকে চায় ম্যান সিটি
    Image:Collected from Google স্পোর্টস স্ট্রোম ডেস্ক ঐতিহাসিক ট্রেবল জয়ের পর ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা নিখুঁতভাবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইছেন। আগামী মৌসুমেও যেন একইভাবে একের পর এক সাফল্য অর্জন…More